
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিবন্ধিত জেলেদের ৩দিনব্যাপী বিকল্প আয় বর্ধকমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা বিভিন্ন এলাকার নিবন্ধিত ২০জন মৎস্যজীবি অংশ গ্রহণ করে প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক। এসময় মৎস্য অফিসের হিসাব রক্ষক জহিরুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণ গ্রহন করতে আসা মৎস্যজীবিগণ উপস্থিত ছিলেন।