| শিরোনাম: |
তানভীর দিপু: কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামীকাল বিপিএল ফুটবলের হাইভোল্টেজ ম্যাচ। বিকাল ৩টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। দু’টি দলই নিজেদের ঝালিয়ে নিতে আজ বিকালে অনুশীলনে নামবে কুমিল্লা স্টেডিয়ামে।
লীগের শুরু থেকে এখনো পর্যন্ত বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি কেউ, শুধু একটি মাত্র ম্যাচে ড্র করেছে তারা। ১০ ম্যাচে ৯ জয় এবং ১ ড্র নিয়ে টেবিলে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ২৮। শেষ দুটি ম্যাচ জিতে জয় শিকারের ধারাবাহিকতায়
আছে কিংসরা। এর আগে কুমিল্লার ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারায় রবিনিয়ো-বেসেরা-সবুজরা। জয়ের ব্যাপারে খুবই স্বার্থপর কিংস কোচ অস্কার ব্রুজনের সোজা কথা, যে দলই হোক দুর্বল ভাবার কোন সুযোগ নেই। ভালো খেলে জয় নিয়েই ফিরতে হবে।
এদিকে পয়েন্টের লড়াইয়ে শেখ রাসেলের আধিপত্যও এই লীগে চোঁখে পড়ার মত। পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থাকা দলটি অন্য যে কোন দলকেই হারানোর ক্ষমতা রাখে। শেখ রাসেল ৯ ম্যাচে ৫ জয়ে ১৭ পয়েন্ট অর্জন করেছে। দু’টি ম্যাটে তারা ড্র করেছে আর দু’টিতে হেরেছে। আগামীকাল বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে চলে যাবে প্রিমিয়ার লীগ ১২-১৩ এর চ্যাপিম্পয়নরা।