ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বগুড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার
Published : Tuesday, 23 February, 2021 at 1:50 PM
 বগুড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতারবগুড়ায় অবৈধ অস্ত্রসহ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন এক দাদন ব্যবসায়ী। বগুড়ার গাবতলী থানা পুলিশ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে ঐ ব্যক্তিকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে ও এলাকায় সুদের ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।

গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। সেখানে সে সুদের ব্যবসা করতো। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সাথে শাহীনের টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা হয়। ওই বাজারে বাকবিতণ্ডার সময় জনসম্মুখে পিস্তল বের করে শাহীন। এ ঘটনায় ছড়িয়ে পড়লে পুুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতিতে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে গাবতলী থানায়। বগুড়ায় অবৈধ অস্ত্রসহ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন এক দাদন ব্যবসায়ী। বগুড়ার গাবতলী থানা পুলিশ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে ঐ ব্যক্তিকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে ও এলাকায় সুদের ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।

গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। সেখানে সে সুদের ব্যবসা করতো। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সাথে শাহীনের টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা হয়। ওই বাজারে বাকবিতণ্ডার সময় জনসম্মুখে পিস্তল বের করে শাহীন। এ ঘটনায় ছড়িয়ে পড়লে পুুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার সমিতিতে বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে গাবতলী থানায়।