ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত
Published : Sunday, 21 February, 2021 at 12:00 AM
চট্টগ্রামের আনোয়ারায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আজিজ ফকির (৭০) উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে বলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান।
তিনি বলেন, আনোয়ারা কোরিয়ান ইপিজেডসংলগ্ন দিয়াং পাহাড়ে তিনটি হাতি বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। লোকালয়ে নেমে আসা হাতির দলটি আজিজ ফকিরকে পিষ্ট করে।
গত দুই বছরে বটতল ও বৈরাগ ইউনিয়নে অন্তত ১০ জনসহ কয়েকটি এলাকায় এলাকায় হাতির আক্রমণে বেশ কয়েক জন লোক মারা গেছে বলে জানান তিনি।