ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবশেষে চাকরি ছাড়লেন আমেরিকার সেই শিক্ষিকা
Published : Thursday, 18 February, 2021 at 5:26 PM
অবশেষে চাকরি ছাড়লেন আমেরিকার সেই শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান উপজেলা সদরের ২৬নং বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর ২০১৯ পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন।

ছুটি নিয়ে তিনি একই বছর ২ জুলাই সপরিবারে আমেরিকায় চলে যান। তারপর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই।

উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেনি বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগম জানান, ওই শিক্ষিকার অনুপস্থিতির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়।


মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে যান। দীর্ঘ দেড় বছর পর তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।