ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্যাকসিন নিলেন ফজলুর রহমান বাবু
Published : Thursday, 18 February, 2021 at 5:20 PM
  ভ্যাকসিন নিলেন ফজলুর রহমান বাবুকরোনাভাইরাসের টিকা নিয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে উপস্থিত হয়ে টিকা নিয়েছেন বাবু।

টিকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। এরপর ফেসবুকে তিনি লেখেন, ‘যথাযথ পরিবেশ ও চমৎকার ব্যবস্থাপনা। ধন্যবাদ সকল স্বাস্থ্যকর্মীকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’
টিকা নেওয়ার পর শারীরিকভাবে ভালো আছেন বলেও জানিয়েছেন ‘অজ্ঞাতনামা’খ্যাত এই অভিনেতা।