
তানভীর দিপু ।।
মুক্তিযোদ্ধা
সংসদ ক্রীড়া চক্র কুমিল্লায় খেলতে এসেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন এবং এই
মৌসুমের এখনো অপরাজিত থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে। কিংসদের হোমগ্রাউন্ড
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই প্রথম খেলতে এসেছে
মালয়েশিয়ান কোচ রাজা ইসার শিষ্যরা। আজ সোমবার বিকাল ৩টায় মাঠে নামবে তারা।
ম্যাচের আগে গতকাল অনুশীলনে ঘাম ঝরিয়েছে মুক্তিযোদ্ধার ফুটবলাররা। এসময়
কুমিল্লার কাগজকে দেয়া এক সাক্ষাতকারে মুক্তিযোদ্ধা’র কোচ রাজা ইসা জানান,
‘বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার কোচ হিসেবে দায়িত্ব নেয়া আমার জন্য চ্যালেঞ্জ
ছিলো। আগামী ম্যাচে প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস ভালো দল, পেশাদার
ফুটবলার আছে, তারা খেলছেও ভালো। এদিকে মুক্তিযোদ্ধা দলেও বেশ পরিবর্তন
এসেছে। যা কিছুই হোক আমরা সব ম্যাচই খেলি জেতার জন্য। আমরা কৌশলী আর
মনোযোগী হলেই এগিয়ে যেতে পারবো।’
এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে
বসুন্ধরা কিংস। ৬ ম্যাচের ৬টিতে জিতে এখনো পর্যন্ত অপরাজিত খেতাব নিয়েই
খেলছে কিংসরা। দলে আছে ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিংস সদস্য
ব্রাজিলিয়ান রবিনিয়ে লীগে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাদের একজন। এছাড়া
আর্জেন্টাইন ফরোয়ার্ড বেসেরা এবং ব্রাজিলিয়ান ফার্নান্দেন্সও আছে মারাত্মক
ছন্দে। সব ম্যাচেই এই তিন বিদেশীর উপকারিতা নিচ্ছে কিংস আক্রমন ভাগ। আর তপু
বর্মন , বিশ্বনাথ এবং ইরানি খালিদ শাফীই যেন বসুন্ধরার গোলপোস্টের সামনে
দূর্গের মত। সব মিলিয়ে কিংসদের কাছ থেকে এখনো কেউ পয়েন্ট নিতে পারেনি।
অন্যদিকে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে মুক্তিযোদ্ধা। প্রথম ৩ ম্যাচে টানা হার,
তারপর ১ ম্যাচে জয় পরে আবার হার। এমন নড়বরে পরিস্থিতিতে ৩ পয়েন্ট নিয়ে
হাঁসফাস করছে জাপানি কাপ্তান ইউসুকা ক্যাটোর দল। পয়েন্ট টেবিলের একবারে
তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া চক্রকেই ১ মাত্র গোলে হারিয়েছিলো তারা।
তারুণ্য নির্ভর দল হলেও পেরে উঠছে না ওসাই মং মারমা, সারোয়ার জামান নিপু,
রাজু সানা, শোয়েব মিয়ারা।