ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথমেই করোনার সম্মুখ যোদ্ধারা ভ্যাকসিন পাবেন-এমপি বাহার
কুমিল্লায় ভ্যাকসিনেশন ওয়ার্কিং কমিটির সভা-
Published : Friday, 5 February, 2021 at 12:00 AM, Update: 05.02.2021 12:58:58 AM
প্রথমেই করোনার সম্মুখ যোদ্ধারা ভ্যাকসিন পাবেন-এমপি বাহার তানভীর দিপু: কুমিল্লায় করোনা ভ্যাকসিন বিতরণে সভা করেছে জেলা করোনা ভ্যাকসিনেশন ওয়ার্কিং কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন নিয়াতুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদেরকে আগে ভ্যাকসিন টিকা দেয়া হবে। তাই দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সহযোগিতা প্রদান করবেন। ৭তারিখ ভোরে কুমিল্লার সব উপজেলায় চাহিদার ৫০% ভ্যাকসিন পৌছাবে। সেদিন থেকেই পুরো জেলায় এক যোগে ভ্যাকসিন প্রদাণ শুরু হবে।
পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে টিআর কাবিখার অনুদানের চেক বিতরনী অনুষ্ঠান শেষে জেলা করোনা কমিটির উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার জানান, কুমিল্লায় প্রথম পর্যায়ে করোনার সম্মুখ যোদ্ধারা ভ্যাকসিন পাবেন। এর মধ্যে সারা বংলাদেশে যে ৭৮ হাজার রেজিষ্ট্রেশন(যেসব নিবন্ধন স্বাস্থ্য বিভাগে প্রধান তথ্য ভান্ডারে জমা হয়েছে) হয়েছে তার মধ্যে ২৩ হাজারই কুমিল্লার।  কুমিল্লায় প্রথম পর্যায়ে যে ভ্যাকসিনের চাহিদা রয়েছে তা আমরা ৭ তারিখ থেকে দেয়া শুরু করে ১০ তারিখের মধ্যে শেষ করবো।
এমপি বাহার সেখানে থাকা মুক্তিযোদ্ধাদের ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশনের আহ্বান জানিয়ে এমপি বাহার আরো বলেন, আমি আমার রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছি, মুক্তিযোদ্ধারা বিশেষ তালিকায় আছেন- আপনারা রেজিষ্ট্রেশন করুন। এ্যাপসের মাধ্যমে কারো রেজিষ্ট্রেশন করতে  সমস্যা হলে সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সহযোগিতা পাবেন।   আমরা কুমিল্লায় করোনার বেশ ভালো পরিস্থিতিতে আছি। আমরা সবাই মিলে করোনা বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে সোচ্চার আছি।
এসময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, কুমিল্লা জেলার জন্য প্রাথমিকভাবে ১ লাখ ৩৪ হাজার মানুষের ভ্যাকসিনের চাহিদা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন পায় কুমিল্লা, যা ১ লাখ ৪৪ হাজার মানুষকে দেয়া সম্ভব। এসব ভ্যাকসিন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্টোরেজে ২৪ ঘন্টা পুলিশী পাহারায় সংরক্ষিত আছে। ৭ তারিখ থেকে পুরো জেলায় এক যোগে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।