শাস্তি শেষে বার্সার দলে ফিরলেন মেসি
Published : Wednesday, 27 January, 2021 at 12:00 AM
অ্যাথলেটিক বিলবাওর বিপে বার্সেলোনার স্প্যানিশ সুপারকাপ ফাইনালে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। প্রতিপরে খেলোয়াড়কে আঘাত করায় দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন অধিনায়ক। অবশেষে বুধবার রায়ো ভায়েকানোর বিপে কোপা দেল রে ম্যাচের দলে ফিরলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেসিকে ছাড়াই কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে কর্নেয়ার বিপে জিতেছিল বার্সা। ২-০ গোলে প্রতিপকে হারায় তারা। এর পর লা লিগায় এলচের মাঠেও সমান স্কোরে দুর্দান্ত জয় পেয়েছে, তাতে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে কাতালানরা।
এবার মাদ্রিদ সফরে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে ফিরে পাচ্ছে বার্সেলোনা। বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবে দ্বিতীয় স্তরের দল ভায়েকানোর। ২০ জনের এই দল থেকে বাদ পড়েছেন ফিলিপ্পে কৌতিনিয়ো ও সার্জিনো দেস্ত।
বার্সা দল: টের স্টেগেন, আরাউজো, সার্জিও, গ্রিয়েজমান, পিহানিচ, ব্র্যাথওয়েট, মেসি, দেম্বেলে, রিকুই পুইগ, নেতো, লংলে, পেদ্রি, ত্রিনকাও, জোর্দি আলবা, ডি ইয়ং, উমিতিতি, জুনিয়র, ইলাইক্স, মিনগুয়েজা, আরনাউ তেনাস।