ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটের আগে কালিয়াচকে বিপুল অস্ত্র উদ্ধার
Published : Sunday, 24 January, 2021 at 6:28 PM
ভোটের আগে কালিয়াচকে বিপুল অস্ত্র উদ্ধারভোটের আগে মালদহের কালিয়াচক থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। শনিবার পাওয়া বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও কালিয়াচক থানার পুলিশ। সন্ধান মেলে একটি অস্ত্র কারখানার। গ্রেফতার করা হয় মহম্মদ আজম (৩২) ও মহম্মদ ফারুখ আলম (৩২) নামে দু’জনকে। এই দু’জনই অস্ত্র তৈরির কারিগর বলে জানিয়েছে পুলিশ।
ধৃত দু’জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই অস্ত্র কারখানার সঙ্গে আরও কয়েক জন জড়িত থাকতে পারে। সেই কারণে কোথায় কোথায় এই অস্ত্র তৈরির চক্র কাজ করছে, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। এরা দু’জনই মুঙ্গের থেকে মালদহে এসে কাজ করছিল বলে সন্দেহ। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি সম্পূর্ণ তৈরি ও ৭টি আংশিক তৈরি ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। অস্ত্র আইনের একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।