ধৃত দু’জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক
অনুমান, ওই অস্ত্র কারখানার সঙ্গে আরও কয়েক জন জড়িত থাকতে পারে। সেই কারণে
কোথায় কোথায় এই অস্ত্র তৈরির চক্র কাজ করছে, তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
এরা দু’জনই মুঙ্গের থেকে মালদহে এসে কাজ করছিল বলে সন্দেহ। পুলিশ ধৃতদের
কাছ থেকে একটি সম্পূর্ণ তৈরি ও ৭টি আংশিক তৈরি ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে।
উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। অস্ত্র আইনের একাধিক
ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।