ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিক্ষক আবুল খায়ের মুন্সীর ইন্তেকাল
Published : Wednesday, 6 January, 2021 at 10:53 PM
শিক্ষক আবুল খায়ের মুন্সীর ইন্তেকালস্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল খায়ের মুন্সী (৪৮) আর নেই। গতকাল বুধবার রাত আটটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, বাবা, মা রেখে গেছেন। তিনি কুমিল্লা গণিত ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।  মো. আবুল খায়ের মুন্সীর দীর্ঘদিনের সহকর্মী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ, কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি ও গণিতের অধ্যাপক ড. মো.আবু জাফর রাতে বলেন, ‘ গত শুক্রবার তিনি হƒদরোগ ও কিডনিজণিত রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে প্রথমে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। রাত আটটায় তিনি মারা যান।’
আজ বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় সকাল ১০টায় প্রথম জানাযা এরপর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল সংলগ্ন পরচঙ্গা এলাকায় । তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড় কমিটি আয়োজিত ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবে নিয়মিত অংশ নিতেন। তাঁর মৃত্যুতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চক্রবর্তী, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম ও সচিব গণিতের অধ্যাপক নুর মোহাম্মদ , কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ ও গণিতের অধ্যাপক ড. আবু জাফর খান, কুমিল্লা মরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের,  সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান, মাউশি কুমিল্লা অঞ্চলের  পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী , কুমিল্লা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. হারুনুর রশিদ পাটোয়ারী, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ফেনী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার,  কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, ২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কিবরিয়া খোন্দকার,  কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ এবং প্রথম আলো কুমিল্লা বন্ধুসভা গভীর শোক প্রকাশ করেছেন।