ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাবির নামে একাধিক পেজবন্ধের অনুরোধ প্রশাসনের
Published : Wednesday, 6 January, 2021 at 6:55 PM
 রাবির নামে একাধিক পেজবন্ধের অনুরোধ প্রশাসনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ‘University Of Rajshahi’ ব্যতিত একই নামে পরিচালিত ফেসবুক পেজ মুছে ফেলার অথবা নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছে রাবি প্রশাসন। প্রশাসন পরিচালিত অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ ছাড়াও ফেসবুকে একই নামে একাধিক পেজ আছে। ফলে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামে ব্যক্তি উদ্যোগে কোনো পেজ চালানো আইনসিদ্ধও নয়। তাই, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামে যে পেজগুলো রয়েছে তাদের অ্যাডমিনদের যত দ্রুত সম্ভব তাদের পরিচালিত পেজের নাম পরিবর্তন করা বা মুছে ফেলা উচিত। এর আগে গত বছর ৯ সেপ্টেম্বর অফিসিয়াল ফেসবুক পেইজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।