
ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সোমবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রোক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
আনন্দ র্যালী ছাড়াও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ ও কেক কাটা হয়।