বৃহস্পতিবার ২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
গ্রেনফেল টাওয়ারে নিহতদের দুজন বাংলাদেশি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ২:৩০ পিএম আপডেট: ২৭.০৬.২০১৭ ২:৫৬ পিএম |

গ্রেনফেল টাওয়ারে নিহতদের দুজন বাংলাদেশিনিজস্ব প্রতিবেদক ।।

লন্ডনে বাংলাদেশের হাই কমিশন সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই দুজনের নাম প্রকাশ করেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিসকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের মধ্যে দুজন ‘ব্রিটেন ও বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে’।

তারা হলেন- হুসনা বেগম (জন্ম ১৯৯৫) এবং রাবেয়া বেগম (জন্ম ১৯৫২)।

তাদের মধ্যে কী সম্পর্ক তা প্রকাশ না করলেও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুজন গ্রেনফেল টাওয়ারের একই অ্যাপার্টমেন্টে (১৪২ নম্বর) থাকতেন।

পশ্চিম লন্ডনের ২৪ তলা ওই ভবনে গত ১৪ জুন ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর ভবনের বাসিন্দা একটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সে থেকে ধারণা করা যায়, নিহত রাবেয়া ও হুসনা সম্পর্কে মা ও মেয়ে হবেন।

ব্রিটিশ পত্রিকা মিরর’র ২৩ জুনের একটি প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে আগুন লাগার পর ১৮ তলায় বাবা-মাকে ফেলে না এসে সেখানে থেকে যান তিন তরুণ ভাই-বোন এবং মারা যান তারা।

সেখানে রাবেয়াকে মা, হুসনাকে মেয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কমরু মিয়ার পরিবারের অপর দুই সন্তান হানিফ (২৬) ও হামিদের (২৯) কথা বলা হয়েছিল।   

ভবনে আগুন লাগার পর দুই ঘণ্টারও বেশি সময় ফোনে আত্মীয়দের সঙ্গে আবেগি কথোপকথনে সেখানে বাবা-মার সঙ্গে থেকে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন ওই তিন ভাই-বোন।

তারা বলেছিলেন, বাবা-মাকে ফেলে যাওয়ার কোনো উপায় তাদের নেই।

লন্ডনের অন্যতম অভিজাত এলাকা বারা অব কেনসিংটন ও চেলসির মধ্যে সামাজিক বঞ্চনার প্রতীক হয়ে ছিল সোশাল হাউজিং ব্লকের এই গ্রেনফেল টাওয়ার।

সেখানে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর দেশজুড়ে ধনী-দরিদ্রের বৈষম্য ও গরিবদের প্রতি অবহেলা নিয়ে আলোচনা শুরু হয়।

লন্ডন পুলিশ বলছে, ধ্বংসাবশেষের মধ্যে আর কারও লাশ পাওয়া গেলে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৭৯ ছাড়াতে পারে। আবার নিখোঁজের এই তালিকার কাউকে জীবিত পাওয়া গেলে তা কমতে পারে।












সর্বশেষ সংবাদ
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বছর শেষে সৃজিতের চমক
২০২০ সাল বদলে দেবে যে ৬ স্মার্টফোন
যেভাবে রাঁধবেন নারিকেল দুধে কই মাছ
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিইসি-জেএসসি জেডিসির ফল প্রকাশ আজ
কুমিল্লার দুই ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী
অবৈধদের ফেরত না পাঠানোর লিখিত আশ্বাস চায় বাংলাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft