শিরোনাম: |
মাঠ থেকে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
|
![]() নিহত নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে খোঁজ নেওয়া হয়। তখন জানা যায় তিনি ওই বাড়ি যাননি। এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ চলে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়রা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওসি কে এম রাকিবুল হুদা বলেন, লাশের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। |