সোমবার ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৫ পিএম |

ব্যাগ ধরে টান, কিশোরগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে নারী আহতকিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ‘ব্যাগ ছিনতাইকালে’ চলন্ত ট্রেন থেকে বাইরে পড়ে এক নারীযাত্রী গুরুতর আহত হয়েছেন।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ জানিয়েছেন।

ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুপুর গ্রামের লিমন মিয়ার স্ত্রী বলে তার ছয় বছরের ছেলের বরাতে জানিয়েছে পুলিশ।

ওসি ফেরদৌস স্থানীয়দের বরাতে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস বুধবার রাত পৌনে ৯টায় ভৈরব স্টেশনে থামলে ওই নারী ট্রেনে ওঠেন। তিনি ভেতরে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দেয়। তার হাতে ছিল একটি ব্যাগ। ট্রেনটি আনুমানিক ১০০ গজ সামনে যেতেই এক ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁকা টান দেয়। তাতে ওই নারী চলন্ত ট্রেন থেকে ছিটকে লাইনের পাশে পড়েন।

প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপেক্সে, সেখান থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি ফেরদৌস।

তিনি বলেন, আহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তার নাম-পরিচয় জানা যায়নি।

তার সঙ্গে ছয় বছরের একটি ছেলে ছিল জানিয়ে ওসি বলেন, ছেলেটি ট্রেনের ভেতরে থাকায় সে মাকে ছাড়াই ঢাকায় চলে যায়। শিশুটিকে বিমানবন্দর রেলওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। শিশুটি জানিয়েছে তার নাম মেরাজ। বাবা মিলন মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুপুর গ্রামে। শিশুটি মায়ের নাম বলতে পারেনি।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদল্লাহ আল নোমান ভূঁইয়া বলেন, ওই নারী মাথায় আঘাত পেয়েছেন। ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি বমিও করেছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।












সর্বশেষ সংবাদ
চৌদ্দগ্রামে সুস্থ পাঠক সুস্থ সমাজ শীর্ষক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
অভিশপ্ত সেই রাত ভুলে যেতে চান স্মিথ
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিপিএ-৫ এ কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউকে হয়রানী করলে ছাড় পাবেন না: এমপি বাহার
সপ্তম ধাপে দেবিদ্বার-বুড়িচংয়ে ইউপি নির্বাচন
পাশের হার-জিপিএ ৫ বেড়েছে কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২