দেবিদ্বারে সামাজিক-সম্প্রীতি রক্ষা বিষয়ক সভা
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে শুরু হয়। এতে রাজনৈতিক নেতা, শিক্ষক, মাদরাসা-মসজিদের ইমাম ও হিন্দুজোটের নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার।
বক্তব্যে তিনি বলেন, সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িক দাঙা, হানাহানি, মামলা-হামলা, জুলুম-নির্যাতনের জায়গায় দেবিদ্বারে হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতী কমিটি ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে সচেতনতামূলক কার্যক্রম চালানোসহ মসজিদ, মন্দির, গির্জা, সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে । সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে এ কমিটি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাসরিন সুলতানার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, দেবিদ্বার ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মো. আলা উদ্দিন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন, দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ওবায়দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাড়া ও মহল্লায় সন্ত্রাস সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলা প্রয়োজন। পারিবারিক পর্যায়ে অসাম্প্রদায়িক চেতনার স্ফুরণ ঘটাতে হবে। যেসব ধর্মীয় প্রতিষ্ঠান, গোষ্ঠী, দল ও ব্যক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তাদের ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। স্কুল-কলেজের সামনে কিশোর গ্যাং আড্ডা বন্ধসহ তাদের বিভিন্ন অপকর্ম রোধে সকলকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে বড় ভূমিকা রাখতে হবে।