ওএমএস কার্যক্রম সম্প্রসারণ সারাদেশে ১ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
সাশ্রয়ে
চাল দিতে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ১
সেপ্টেম্বর থেকে ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম সম্প্রসারিত করে মোট ২
হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। এর আগে ৮১১টি
কেন্দ্রে এই চাল দেওয়ার কথা ছিল।
সোমবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, টিসিবি
কার্ডধারীরা ওএমএস এর মতো ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি দরে চাল পাবেন। তার
পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে
চাল দেওয়া হবে।
এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন
পর্যায়ের ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতিকেজি ১৫ টাকা দরে
প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।