ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পল্লী সঞ্চয় ব্যাংক'র পরিচালক কে শুভেচ্ছা জানান গলিয়ারা দক্ষিন ইউপি যুবলীগ
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার পল্লী সঞ্চয় ব্যাংক'র নতুন পরিচালক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগ। রবিবার (২৯ আগস্ট) গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের হেদায়েতুল্লাহ সাগরের নেতৃত্বে গোলাম সারওয়ারকে ফুলের শুভেচ্ছা জানান গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।শুভেচ্ছাকালে পল্লী সঞ্চয় ব্যাংক'র নতুন পরিচালক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন,বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল দেশগুলোর সাথে সমন্বয় রেখে পরিচালিত হচ্ছে।তিনি দেশকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। যুবলীগ গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। এসময় উপস্থিত ছিলেন গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম মজুমদার সোহেল,প্রফেসর মনির, মোঃ মিজানুর রহমান মানিক, মোঃ মাসুদ সেলিম, মোঃ রওশন, কাজী মোর্শেদ, মোঃ রুবেল, মোঃ মনির, মোঃ রতন, মোঃ মোতাহের হোসেন, মোঃ জাহাঙ্গীর সহ গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কর্মীবৃন্দ।