ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
বুড়িচং পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর  পূর্ণমতি গ্রামবাসী সর্বসম্মতিক্রমে আবারও (চতুর্থ বারের মতো) ঐতিহ্যবাহী পূর্ণমতি এম. এ. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য, বুড়িচং উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাহেবকে। আগামী দুই বছরের জন্য তাঁকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হয়। এর পূর্বে তিনি ঐতিহ্যবাহী পূর্ণমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, সহ সভাপতি এবং তিন বার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগতমানেরও উন্নয়নে ভূমিকা রাখেন। আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ২০১৬ সালে তাঁর পিতা হাজী ফজর আলী মেম্বারের নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষা বৃত্তি প্রকল্পের মাধ্যমে পূর্ণমতি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান এবং বুড়িচং সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন।