ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভরসা সেই সাকিব-মুশফিক, ভয় ফারুকী
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
‘অকেজো’ তকমা দিয়ে টি-২০ ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। তিনি যে এখনও ‘কাজের’ সেটার প্রমাণ না দিয়েই অবশ্য আবার ঢুকেছেন এশিয়া কাপের দলে। ব্যাটিং অর্ডারে লিটন দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান না থাকায় ওই মুশফিকেই খোঁজা হচ্ছে ভরসা।
বাংলাদেশ দলের টি-২০ নেতৃত্বভার নিয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুমিতভাবে ভালো করতে পারেননি তার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। ওই সিরিজে সাকিব ছিলেন না। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারের সঙ্গে পেসার সাইফউদ্দিনের ফেরা দলকে দিচ্ছে আশা।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং অর্ডার কেমন হবে তা নিয়ে প্রশ্ন আছে। এনামুল-ইমন নাকি নাঈম শেখ ওপেনিংয়ে থাকবেন দেখার থাকবে বিষয়টি। মুস্তাফিজ-সাইফউদ্দিনের পেস আক্রমণ হবে নাকি তাসকিন-এবাদতের একজন থাকবেন একাদশে সেটাও নির্ভর করবে উইকেটের ওপর।
ওই উইকেট অবশ্য খুব আশা দেখাচ্ছে না। শারজাহ’র উইকেট অনেক বেশি স্পিন সহায়ক। এক বছর ধরে প্রথম ইনিংসে গড় রান মাত্র ১৪৩। শিশিরের প্রভাবে দ্বিতীয় ইনিংসে রান তোলা সহজ। টস জিতলে এখানেও বোলিং অনুমিত সিদ্ধান্ত এবং স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে না, দলে আগ্রাসন নেই। যদিও সাকিব-শ্রীরাম জুটি নতুন কিছুর আশা দিচ্ছেন। দুই দলের লড়াইয়ে আফগানিস্তান ৫-৩ বাংলাদেশ। সর্বশেষ সিরিজে আফগান পেসার ফজল হক ফারুকী বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তরুণ বাঁ-হাতি পেসার যে বোলিং করেছেন, তাকে ভয় না পেয়ে উপায় নেই।