ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সারের দাম বৃদ্ধি বাড়বে উৎপাদন খরচ
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ।। সরকার প্রতি কেজি সারে ৮০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি কমাতে প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। মূল্য বৃদ্ধির কারণে কৃষকের ফসল উৎপাদন খরচ বাড়বে। বাড়তি খরচ সামলাতে সরকার ধান, চাল সংগ্রহ মূল্য এখনো বৃদ্ধি করেনি। এদিকে ভর্তুকি মূল্যের সুবিদা কৃষকরা কমই পাচ্ছে। কারণ সরকার নির্ধারিত মূল্যে ডিলার ও দোকানিরা সার বিক্রি করছে না।
কৃষি বিভাগ ও কৃষি কর্মকর্তাগণ জানান-আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ৯৮ টাকা। সরকার কেজি প্রতি ৮২ টাকা ভর্তুকিতে কৃষক পর্যায়ে এই সারের মূল্য নির্ধারন করেছিল ১৬ টাকা। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে মূল্য আরো বাড়ছে। এ প্রেক্ষিতে সরকার ১ আগষ্ট থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ৬ টাকা বৃদ্ধি করে ২২ টাকা পুনঃনির্ধারণ করে। তবে টিএসপি, ডিএপি এবং এমওপি সারের মূল্য বাড়ানো হয়নি। এ তিনটি সারেও সরকার বিরাট অঙ্কের ভর্তুকি দিচ্ছে।
আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি টিএসপি ‘র মূল্য ৮৭ টাকা। প্রতি কেজি ডিএপি ‘র মূল্য ৯৬ টাকা এবং প্রতি কেজি এমওপি‘র মূল্য ৬৩ টাকা। কেজি প্রতি ৬৫ টাকা ভর্তুকিতে টিএসপি ২২ টাকা, ৮০ টাকা ভর্তুকিতে ডিএপি ১৬ টাকা এবং ৬৩ টাকা ভর্তুকিতে প্রতি কেজি এমওপি সারের মূল্য কৃষক পর্যায়ে ১৫ টাকা। সরকার নির্ধারিত এই মূল্যে কখনো কোন দিন কৃষকরা সার কিনতে পারছে না। কৃষকরা বলেন ডিলার ও দোকানিরা বরাবরই প্রতি কেজি সারে ৪/৫ টাকা বেশি দাম রাখছে। কোন রশিদ দিচ্ছে না। তারা আরো বলেন সারের মূল্য বৃদ্ধির কারণে তাদের ফসল উৎপাদন খরচ আরো বেড়ে যাবে।