বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদকে ভূষিত সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী
Published : Sunday, 7 August, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধি ঃ কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, অর্থনীতি ক্ষেত্রে অসামান্য অবদান রাখায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২২ ভূষিত হওয়ায় এবং বেগম ফজিলাতুন নেছা ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিতাস উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলার কালাই গোবিন্দপুরস্থ ফুল চাঁন ভবন মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী শুরুতেই বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তিতাস- হোমনার মাটি আওয়ামীলীগের ঘাঁটি, তিতাস -হোমনার মাটি শেখ হাসিনার ঘাঁটি। এই আসনের রাজাকার এবং রাজাকারের উত্তরসূরীসহ সকল আলবদর, আলশামসদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, যারা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যহত করতে চান, তাদের ঠাই তিতাস-হোমনার মাটিতে হবেনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ট সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, আলম সরকার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার, হোমনা পৌর মেয়র এ্যাড.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন, ছাইদুর রহমান, সাইফুল ইসলাম রিপনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।