ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হকিতে মালয়েশিয়ার ছেলেদের ৫ গোল দিয়েছে বিকেএসপি
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
ঢাকায় ফুটবলে মালয়েশিয়ার মেয়েদের ৬ গোল দিয়েছে বাংলাদেশ। ওই দিকে মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত প্রীতি হকি সিরিজে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৫-১ গোলে হারিয়েছে পেনাল ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৮ দলকে।
বিকেএসপির গোল করেছেন সাদ্দাম হোসেন, ওবাইদুল হাসান জয়, তাসিন আলী, আমিরুল ইসলাম ও হুজায়াফা।
মালয়েশিয়া থেকে বিকেএসপির সহকারী কোচ শেখ মোহাম্মদ নান্নু জানিয়েছেন, ‘আমাদের ছেলেরা অনেক গোছানো ছিল। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবেই ওরা মাঠে খেলতে পেরেছে।’
বিকেএসপির দ্বিতীয় ম্যাচ শনিবার সুকমা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে। অন্য চার ম্যাচ হবে ২৬ জুন পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে, ২৮ জুন সুমকা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে, ২৯ জুন পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে এবং ৩০ জুন কুয়ালালামপুর ন্যাশনাল স্পোর্টস স্কুলের বিপক্ষে।