সাত গোলের ম্যাচে সাইফের নাটকীয় জয়
Published : Friday, 24 June, 2022 at 12:00 AM
বাংলাদেশ
প্রিমিয়ার ফুটবল লিগে নাটকীয় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাইফ ৪-৩ গোলে হারিয়েছে
স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে।
এ জয়ে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শেখ
জামাল ধানমন্ডিকে গোলগড়ে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসলো সাইফ।
সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেল চট্টগ্রাম আবাহনী।
সাইফ
স্পোটিংয়ের জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। বাকি দুই গোল এমেকা ওগবাও
এবং এমেরি বাইসেঙ্গের। চট্টগ্রাম আবাহনীর গোল করেছেন অমিত পপালজে, ক্যান্ডি
অগাস্টিন ও পিটার থ্যাংকগড। প্রথম পর্বে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল।
অন্যদিকে
রাজশাহীতে পয়েন্ট টেবিলের তলানির দুই দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও
স্বাধীনতা ক্রীড়া সংঘ মুখোমুখি হয়েছিল। মুক্তিযোদ্ধা ম্যাচ জেতে ১-০ গোলে।
গোলটি করেন ওবায়দুর রহমান নবাব।
১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একাদশ থেকে
দশম স্থানে উঠলো মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে অবনমনের
শঙ্কা আরও বাড়লো নবাগত দল স্বাধীনতার।