মো. হাবিবুর রহমান

‘বঙ্গবন্ধুর উদ্ভাবন ক্ষুদ্রঋণের প্রবর্তণ’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ৩দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে উক্ত প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা: নাসরিন সুলতানা ও থানার এসআই আবু হেনা মোস্তফা রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, কারিগরী প্রশিক্ষক, গ্রাম কমিটির সভাপতি, কর্মদল নেতা, সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
প্রশিক্ষকবৃন্দ সুদমুক্ত ক্ষুদ্র্ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, কারিগরী প্রশিক্ষক, গ্রাম কমিটির সভাপতি, কর্মদল নেতা, সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দের সাথে ব্যাপক আলোকপাত করেন।
উল্লেখ্য, ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হবে।