Published : Sunday, 29 May, 2022 at 12:00 AM, Update: 29.05.2022 12:59:12 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র
প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর নির্বাচনি পোস্টার-ব্যানার
ছিঁড়ে ফেলা এবং প্রচার মাইকে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে গরীর
কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সহস্রাধিক পোস্টার এবং বেশ কয়েকটি ব্যানার
মুখোশধারী দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন সাক্কু।
শনিবার
দুপুরে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে ১ নং ওয়ার্ডের
বিষ্ণুপুর এলাকা থেকে মাইকিং করে ফেরার পথে ফৌজদারি এলাকায় একজন ছেলে আমার
প্রচার মাইকে হামলা চালায়।
পরে গভীর রাতে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা রাজগঞ্জ, দেশওয়ালী পট্টি, চকবাজারসহ বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।
সাক্কু
বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী ও
নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব এই বিষয়ে ব্যবস্থা নিতে।
এ বিষয়ে জানতে চাইলে কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, অভিযোগটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আগামী
১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ মে প্রতীক
বরাদ্দের পর শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনে মেয়র পদে ৫ জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।