কুবিতে সাদামাটাভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন
Published : Sunday, 29 May, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম দিবস।
শনিবার (২৮ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এফ. এম. আব্দুল মঈনের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু জাদুঘরের রাস্তা হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মাকেটিং বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানের উপস্থাপনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন 'শিক্ষার্থীরা খেলাধুলা, নেতৃত্ব ও উচ্চচিন্তার হবে।'
উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের কাজ হচ্ছে একাড়েমিক ও গবেষণামূলক কাজ করা।অমুকের চামড়া তুলে নিবো আমরা এসবের পিছনে সময় নষ্ট না করে সময়টুকু কাজে লাগাতে হবে। আমাদের কাজ হবে কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে পারি এবং বাংলাদেশ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও 'বিশ্ববিদ্যালয় দিবস-২০২২' উদযাপন কমিটির আহ্বায়ক ড. দুলাল চন্দ্র নন্দী। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।