ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
Published : Sunday, 15 May, 2022 at 11:46 AM
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধবৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চলছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দরের ভেতরে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।