ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে পুলিশের অভিযান ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার  
Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM, Update: 14.05.2022 1:18:19 AM
সদর দক্ষিণে পুলিশের অভিযান ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার  মো. মিজানুর রহমান  ||
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে নগরীর ২২, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে নগরীর ২২, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী নাঈম (৩২), জিআর মামলার আসামী মো. রফিক (৩৮), মো. মামুন (৩০), ফজলুল হক (৫৫), মো. কবির হোসেন (৩০), মো. কামাল হক (৩৮), মোসাঃ জানু (৪৫), তন্ময় (২৭), রাসেল (৩৪), মো. আবুল হোসেন (৩৩), মো. রিপন (৩৪) কে গ্রেফতার করেছেন। কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, আটককৃতদের আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ১৩ টি মোটর সাইকেল তল্লাশী করে বিভিন্ন অপরাধে চালকদের নিকট থেকে ৩৫ হাজার ৫০০/- জরিমানা আদায় করা হয়েছে। নির্বাচনকে উপলক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।