ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ ||
মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে গতকাল মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয় কারী ও যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার সোলাইমান, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডার, আবুল কালাম আজাদ, আবুল বাশারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নগুলোর সভাপতি -সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানগণ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক লোকদেরকে নতুন দায়িত্ব প্রদানের বিষয়ে আহবান জানানো হয়।
১১টি ইউনিয়নে সফলভাবে বর্ধিত সভা ও কমিটি গঠনের কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার গণমানুষের নেতা এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে আবারো নৌকা প্রতিকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।