ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লুটিয়ে পড়া সেই মাঠেই এরিকসেনের ফেরা স্বমহিমায়
Published : Wednesday, 30 March, 2022 at 1:42 PM
লুটিয়ে পড়া সেই মাঠেই এরিকসেনের ফেরা স্বমহিমায়গত বছর ইউরোয় ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার ঘটনা ভুলবার নয়। ফিনল্যান্ডের বিপক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। কোপেন হেগেনের সেই পার্কেন স্টেডিয়ামে ডেনমার্ক তারকা আবারও ফিরলেন। এবার অবশ্য স্বমহিমায়। বুকে পেসমেকার লাগিয়ে পুনরায় মাঠে ফেরা এরিকসেন এবার অবদান রাখলেন দলের জয়ে। করলেন অধিনায়কত্বও।

ঠিক যে মাঠে এরিকসেনের জীবন নিয়ে শঙ্কা জেগেছিল। সেই মাঠে ২৯০ দিন পর ফেরাটা আবেগঘন হওয়াই স্বাভাবিক। সার্বিয়ার বিপক্ষে এদিন পার্কেন স্টেডিয়ামের দর্শকদের দেখে মনে হচ্ছিল, তারা বুঝি এরিকসেনের অপেক্ষাতেই ছিলেন। মাঠে উপস্থিত দর্শকদের ব্যানারে লেখা ছিল ‘ওয়েলকাম ব্যাক ক্রিস্টিয়ান।’

৩-০ গোলে জেতা প্রীতি ম্যাচটায় তৃতীয় গোলটি এরিকসন করলেও প্রথম গোলের বিল্ডআপে ভূমিকা ছিল তার। ম্যাচশেষে তাই আপ্লুত ছিলেন ব্রেন্টফোর্ড মিডফিল্ডার, ‘এটাই চূড়ান্ত অধ্যায় নয়। আমার ফুটবল ক্যারিয়ারের এটা মাত্র শুরু, যা চলতে থাকবে।’

হৃদরোগে আক্রান্ত হওয়ায় বুকে আইসিডি নামক ডিভাইস লাগাতে হয়েছে এরিকসেনকে। যে কারণে ইতালিয়ান সিরি আ’য় খেলার যোগ্যতা হারিয়েছেন। পরে প্রিমিয়ার লিগে যোগ দেন ব্রেন্টফোর্ডে। মাঝের সময়টা নিয়ে ৩০ বছর বয়সী তারকার কথা, ‘কয়েক মাসের বিরতিতে ছিলাম বলা যায়। এখন আমার ফুটবলটা সঠিক পথে চলে এসেছে। এই মাঠে প্রথমবার অধিনায়ক হয়ে এলাম। আগেও অধিনায়কত্ব করেছি কিন্তু এখানে নয়। জাতীয় স্টেডিয়ামে প্রথমবার অধিনায়কত্ব করাটা তাই বিশেষ কিছু।’