Published : Wednesday, 26 January, 2022 at 12:00 AM, Update: 26.01.2022 12:43:40 AM

নিজস্ব
প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের চলমান
অনশন কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে কুমিল্লায় প্রতীকি অনশন করে
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা
টাউন হল প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে এই প্রতীকি অনশন শুরু করে তারা। তবে
ছাত্রদল নেতাদের দাবি, প্রতীকি অনশন শুরু করার কিছুক্ষণ পরেই তাদের সেখান
থেকে চলে যেতে বলে পুলিশ। পরে তারা নগরীর বাদুরতলায় ধর্ম সাগরে দক্ষিণ পাড়ে
বিএনপির অস্থায়ী কার্যালয়ে অবস্তান নেন। দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ
সম্পাদক তোফায়েল আহমেদ জানান, আমরা বেলা ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে
কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকি অনশনে বসি। এর কিছুক্ষণ পরেই
পুলিশের একটি দল টাউন হল মাঠে আসে। তারা আমাদের সেখান থেকে উঠে চলে যেতে
বলে। এসময় অনশনকারীরা শান্তিপূর্ণভাবে বিএনপি কার্যালয়ে চলে যায়। আমরা
প্রতীকি অনশনের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ছাত্রদের উপর পুলিশী হামলা ও ভিসির পদত্যাগ দাবি জানাই।
একাত্মতা পোষণ
করে প্রতীকি অনশনে অংশ সমাপ্তি টানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং
বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনশনে অংশ নেন কুমিল্লা
মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ
সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক
আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভসহ অন্যান্যরা।