ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হ্যাটট্রিক জয়ে অঘোষিত ফাইনালে বাংলাদেশ
Published : Sunday, 23 January, 2022 at 9:11 PM
হ্যাটট্রিক জয়ে অঘোষিত ফাইনালে বাংলাদেশকমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ারে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার পর কেনিয়াকে হারায় বাংলাদেশ।নিজেদের তৃতীয় ম্যাচে রোববার স্কটল্যান্ডকে উড়িয়ে দেয় নিগার সুলতানারার নেতৃত্বাধীন দলটি। 

পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

সোমবার সকালে পয়েন্ট টেবিলের শীর্ষ দল শ্রীলংকার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সেই ম্যাচের জয়ী দল বার্মিংহামে মূলপর্ব খেলার টিকিট পাবে।

রোববার কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৭৭ রানেই অলআউট হয় স্কটিশরা। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ২৯ রান করেন সারাহ।

বাংলাদেশ দলের হয়ে সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার দুটি করে উইকেট শিকার করেন। 

৭৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ৫৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুরশিদা খাতুন। এছাড়া ৩৬ বলে ২০ রান করেন ফারজানা হক। 

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড নারী দল: ১৭.৩ ওভারে ৭৭/১০ রান (সারাহ ২৯, ম্যাকগিল ২২; সালমা ২/৯, মেঘলা ২/২২, সুরাইয়া ২/১২, নাহিদা ২/২০)। 

বাংলাদেশ নারী দল: ১৫.২ ওভারে ৭৮/১ রান (মুরশিদা ৫০*, ফারজানা ২০*)। 

ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী