আইপিএলের নিলাম ১২-১৩ ফেব্রুয়ারি
Published : Friday, 24 December, 2021 at 12:00 AM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসরের নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এটি হবে বেঙ্গালুরুতে।
ভারতীয়
ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগ করা না
গেলেও শীর্ষস্থানীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে, আইপিএল
অফিসিয়ালরা বৃহস্পতিবার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছে। সেখানেই জানানো
হয়েছে নিলামের তারিখ।
বৃহস্পতিবার সকালে তাদের ডাকার পর বিসিসিআই
অফিসিয়ালরা জানিয়েছেন, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডের সঙ্গে নিলামের দিন
সাংঘর্ষিক হলেও এটি চূড়ান্ত। নিলাম প্রক্রিয়ায় ম্যাচটি কোনো প্রভাব ফেলবে
না বলে ফ্র্যাঞ্চাইজিদের নিশ্চিত করেছে বোর্ড। ম্যাচ ও নিলাম
পরিকল্পনামাফিক হবে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে হবে ১২
ফেব্রুয়ারি কলকাতায়। ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা এই গণমাধ্যমকে বলেছেন,
‘আমাদের কাছে স্পষ্ট করা হয়েছে যে ম্যাচ আর নিলাম দুটি ভিন্ন জিনিস এবং
দুটিই চলবে।’
দুটি ইভেন্টেরই ব্রডকাস্টার স্টার স্পোর্টস। তাদেরকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জবাবের অপেক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিসিসিআই
আন্তর্জাতিক বোর্ড ও অঙ্গরাজ্যের সংস্থাগুলোকে নিলামের জন্য ১৭ জানুয়ারির
মধ্যে খেলোয়াড়দের নাম পাঠাতে লিখিত নির্দেশনা দিয়েছে। দশম আসরে হতে যাওয়া
আইপিএলে ১ হাজারেরও বেশি খেলোয়াড় অংশ নিতে যাচ্ছে, নিলামে ২০০ থেকে ২৫০
জনের মতো খেলোয়াড়ের নাম উঠতে যাচ্ছে বলে ধারণা।