বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নেই সাইফউদ্দিনের নাম
Published : Friday, 24 December, 2021 at 12:00 AM
বিশ্বকাপের
মাঝখানেই ব্যাক পেইনের কারণে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। গত
কয়েক সপ্তাহ ধরে বিশ্রামে ছিলেন। তবে কয়েকদিন আগে সাইফউদ্দিন নিজেই
জানিয়েছিলেন, ব্যাটার হিসেবে বিপিএল খেলতে আগ্রহী তিনি। কিন্তু
সাইফউদ্দিনের খেলার জন্য ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
মেডিকেল বিভাগ। তাই সাইফউদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটে রাখেননি নির্বাচকরা।
সাইফ
শেষ ম্যাচ খেলেছিলেন ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। তার পর মেরুদণ্ডের
ব্যথায় তিনমাস মাঠের বাইরে ছিলেন। আগামী জানুয়ারির ২৪ তারিখ তার মাঠে ফেরার
কথা। তবে বিসিবির মেডিকেল বিভাগের মনে হয়েছে, খেলার মতো সম্পূর্ণ ফিট নন
তিনি! তবে আগামী রবিবার তার ব্যাপারে ফের অ্যাসেসমেন্ট করা হবে। তখনই জানা
যাবে, আসলে কবে মাঠে ফিরতে পারবেন পেস বোলিং এই অলরাউন্ডার। তবে বিপিএল যে
খেলা হচ্ছে না, সেটি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি
বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা মেডিকেল বিভাগ থেকে তথ্য পাওয়ার পরই দল
নির্বাচন করি। মেডিকেল বিভাগ জানিয়েছে, বিপিএল খেলার মতো অবস্থায় নেই
সাইফউদ্দিন। যে কারণে ড্রাফটে তার নাম আমরা রাখিনি।’
এদিকে সাইফউদ্দিন
হতাশ কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার পিঠের অবস্থা আগের চেয়ে ভালো।
বোলিং করতে সময় লাগতো, কিন্তু ব্যাটিং করার মতো অবস্থায় ছিলাম। খেলতে
চেয়েছিলাম। মেডিকেল বিভাগ ও নির্বাচকরা যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে।
এখন সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরতে চাই।’