ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিগগিরই বাড়ি ফিরবেন পেলে
Published : Friday, 10 December, 2021 at 7:13 PM
শিগগিরই বাড়ি ফিরবেন পেলেসম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এর পরদিন তার মেয়ে কেলি আশাবাদ ব্যক্ত করেছিলেন, আসছে বড়দিনের আগেই বাড়ি ফিরবেন সাবেক এই ফুটবলার। এবার পেলে নিজেই বললেন, শিগগিরই হাসপাতাল ছেড়ে যাবেন তিনি।
বৃহদন্ত্রের টিউমারের চিকিৎসার জন্য গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ৮১ বছর বয়সী পেলে। সেদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং কয়েক দিনের ভেতর তাকে ছেড়ে দেওয়া হবে।

পরদিন বৃহস্পতিবার কেলি তার বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, দুই-তিন দিনের মধ্যে তার বাবা বাড়ি ফিরবেন। এবার এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের শারীরিক অবস্থা জানালেন পেলে।

তিনবারের বিশ্বকাপজয়ী এই ফুটবলার লিখেছেন, গত ৩০ সেপ্টেম্বরে হাসপাতাল ছাড়ার পর থেকে চিকিৎসার অংশ হিসেবে আমার কিছু কেমোথেরাপি চলছে। সেটারই ২০২১ সালের শেষ সেশনের জন্য এখন আমি আলবার্ট আইনস্টাইনে (হাসপাতালে) আছি।

তিনি আরো লেখেন, আমি আপনাদের সঙ্গে এই অর্জন ভাগ করতে চেয়েছি। সর্বোপরি যেকোনো ছোট জয়েও উদযাপন করা যায়। আমি এখানে কয়েকদিন থাকব। চিন্তা করবেন না, আমি ছুটির মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি।