ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। উলভসকে তাদেরই ঘরের মাঠে ০-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। সেই সঙ্গে অল রেডরা লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করেছে।দিনের প্রথম ম্যাচে চেলসি হেরে যাওয়ায় লিভারপুলের সামনে শীর্ষে ওঠার সুযোগ আসে। কিন্তু আগের তিন লিগ ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের জালে ১২ বার বল পাঠানো দলটির প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গোলের জন্য তাদের চার শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
ম্যাচের ৬০তম মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন দিওগো জোতা। বলের নিয়ন্ত্রণ নিতে পোস্টে ছেড়ে বেরিয়ে গিয়ে তালগোল পাকান স্বাগতিক গোলরক্ষক। বল পেয়ে ফাঁকা পোস্টের দিকে এগিয়ে যান জোতা। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে যাওয়া দুই ডিফেন্ডারের একজনের গায়ে বল মারেন তিনি।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সাদিও মানের সামনে সুযোগ আসে। কিন্তু সেনেগালের এই ফরোয়ার্ড বল বাইরে মারলে লিভারপুল শিবিরে পয়েন্ট হারানোর শঙ্কা জাগে।