ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেধাবী মাদ্রাসা ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও ছবক প্রদান
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:47:20 AM
মেধাবী মাদ্রাসা ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও ছবক প্রদানরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট মাদরাসা-এ-নূরীয়ায় এর মিলনায়তনে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ ও ছবক প্রদান করা হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ওই অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানটির হিফজ বিভাগের ১৪ জন এবং নাজরানা বিভাগের ৯ জন উত্তীর্ণ শিক্ষার্থীকে ছবক প্রদান করা হয়। এছাড়া নূরানী, নাজরানা ও হিফজ বিভাগ হতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ৯ জনকে মেধা পুরস্কার প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদরাসার  নির্বাহী পরিচালক মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন- মাওলানা এম.এ.মুবিন আনোয়ারী, মো. সালাহউদ্দিন, মাওলানা আবদুল হাকিম রেজভী আন নাজিরী, মো. আ. হক, মাওলানা হুমায়ুন কবির আজাদী, মুফতি আহমাদ রেজা সোহাগ, মুফতি শফিকুল ইসলাম মুজাহিদী, মো. জামাল হোসেন, আ. রহিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হুমায়ুন কবির রেজভী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ এবং করোনা (ওমিক্রন) মহামারি হতে মুক্তির লক্ষ্যে মিলাদ-ক্বিয়াম শেষে বিশেষ মুনাজাত করা হয়।