ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পেরুল উত্তর ইউনিয়ন ঘাতক দালাল নির্মূল কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আনোয়ার উল্যাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য জ্যোতিষ সিংহ খোকন, সদর দক্ষিণ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মাহমুদা আক্তার,  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, মহিলা সম্পাদক রোজ লীফ, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার জয়নাল আবেদীন, সহ দপ্তর সম্পাদক রতন দে, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমা, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে আবু ইউসুফকে সভাপতি, রমিজ উদ্দীন ও দেলোয়ারকে সহ-সভাপতি, শামীম হায়দারকে সাধারণ সম্পাদক, হারুনর রশীদকে সাংগঠনিক সম্পাদক, রেহানা আক্তারকে মহিলা সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান উপজেলা কমিটি।