ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিদিন সুপারস্টার পুনিতের সমাধি দেখতে আসেন ৩০ হাজার মানুষ
Published : Wednesday, 10 November, 2021 at 12:49 PM
প্রতিদিন সুপারস্টার পুনিতের সমাধি দেখতে আসেন ৩০ হাজার মানুষভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। তার বয়স হয়েছিল ৪৬ বছর। গত ২৯ অক্টোবর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি মারা যান। তার মৃত্য শোক নামিয়েছে ভারতীয় সিনেমার আঙিনায়।

প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে না পেরে প্রাণ যায় আরও তিন জনের। তার মধ্যে দু’জনের মৃত্যু হয় হৃদরোগে। এক জন আত্মহত্যা করেন। এখান থেকে বোঝা যায় তার জনপ্রিয়তা।

তবে মৃত্যুর পর যেন তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। ক্রমেই বাড়ছে সেই জনপ্রিয়তা। মৃত্যুর পর পুনিতের বেশ কিছু সামাজিক উদ্যোগ ও মহৎ কাজের কথা জানা যায়। যা তাকে মহাতারকায় পরিণত করেছে। অভাবীর অভাব দূর করা, এতিমদের জন্য স্কুল, ১,৮০০ জন অনাথ মেয়েকে দত্তক নেয়াসহ নানা রকম আয়োজন। যা দেখে পুনিতের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়।

১২ দিন কেটে গিয়েছে পুনিত রাজকুমার নেই। তার সঙ্গে আরও হাজার হাজার জীবন জড়িয়েছিল। মৃত্যুর পরেও সেই মানুষগুলো ছেড়ে যাননি দক্ষিণী সুপারস্টারকে। প্রতি দিন ৩০ হাজার মানুষ জড়ো হচ্ছেন পুনিতের জন্য।