ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে পালিত
বারী উদ্দিন আহমেদ বাবর
Published : Saturday, 30 October, 2021 at 8:33 PM
নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে পালিতমুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট থানা তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলামের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল।
নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক ইয়ামিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট থানা সাধারণ সম্পাদক প্যানেল মেয়র সাদেক হোসেন, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুমন, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট থানা যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামীলীগ নেতা দুধু মিয়া মজুমদার প্রমুখ।
এরআগে দিবসটি উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা গেইট থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।