দেশে ফিরেও বাজে রেফারিং ভুলতে পারছে না বাংলাদেশ
Published : Monday, 18 October, 2021 at 12:00 AM
অনেক
আশা নিয়ে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে স্বপ্ন ভঙ্গ
হয়েছে জামালদের। মূলত উজবেকিস্তান রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তেই এলোমেলো
হয়ে যায় সব কিছু। তাই ফাইনালে খেলতে না পারার দুঃখ নিয়ে রবিবার বিকালে
দেশে ফিরেছে বাংলাদেশ দল।
অবশ্য দেশে ফিরেও বাজে রেফারিংয়ের কথা ভুলতে
পারছে না জামাল-তপুরা। স্বপ্ন ভঙ্গের বেদনায় সবাই বিমর্ষ। প্রত্যাশা
অনুযায়ী কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়াতে কষ্টটা আরও বেশি পাচ্ছে সবার। অধিনায়ক
জামাল ভূঁইয়া দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দলের সবারই
মন খারাপ। আমরা নেপালের বিপক্ষে শেষ ৫ মিনিটে গোল হজম করেছি। এছাড়া আমাদের
পারফরম্যান্স ভালো ছিল। সুযোগ ছিল ফাইনালে খেলার। তা হলো না, দুর্ভাগ্যবশত
রেফারি বাজে পেনাল্টি দিয়েছে।’
নেপালের বিপক্ষে লাল কার্ড পাওয়ায়
তেকাঠির নিচে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ আশরাফুল ইসলাম রানা। পেনাল্টির পর
অঞ্চন বিষ্টার স্পট কিক তিনি রুখে দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু বলের দিকে
ঝাঁপ দিলেও গতির কারণে গোল থেকে দলকে রক্ষা করতে পারেননি।
বিমানবন্দর
থেকে যাওয়ার সময় সেই ম্যাচ নিয়ে রানা বলেছেন, ‘পেনাল্টি থেকে ৫০-৫০ সুযোগ
থাকে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। প্রত্যাশা ছিল ফাইনালে খেলার, পূরণ
হয়নি। নেপালও চাইছিল ড্র করতে। আমরা এগিয়ে থেকেও পারিনি, দুঃখজনক। রেফারির
বাজে সিদ্ধান্তের কারণে আমরা হেরেছি।’