বুড়িচংয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা ও ক্রেষ্ট বিতরণ
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
"সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন, আনসার বিডিপি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, মোঃ গোলাাম মোস্তফা, খারেরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ছোবান, শংকুচাইল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল রশিদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব যথাক্রমে হাজী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুর রহমান, মোঃ লিয়াকত আলী, মোঃ শাহীনুল ইসলাম চৌধুরী, মার্জনা ইসলাম, খাবির উদ্দিন, আবুল মন্সুর রাজিব, হামিদা খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বুড়িচং উপজেলার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নিবন্ধক নির্বাচিত হওয়ায় ইউপি সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন ।