ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বিষয়ক উপজেলা পর্য্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও সমাহার(গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন) এর আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সমাহার প্রতিনিধি (প্রশিক্ষক) মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন। এসময় উপজেলার আটটি ইউনিয়নে ৬ জন করে একটি গ্রুপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আর্সেনিক টিউবওয়েল আছে কিনা টেস্ট করবে। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।