ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ত্যাগী নেতাকর্মীদের দল মূল্যায়ন করবে-হাসেম খান এমপি
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা -৫  এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেন, "আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নে এক উজ্জ্বল নিদর্শন। যারা দলের জন্য নিবেদিত প্রাণ দল অবশ্যই তাদেরকে মূল্যায়ন করেন। তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছে।"
সোমবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফুল দিয়ে বরণ করার সময় আবুল হাসেম খান এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
সিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডাক্তার আবদুল কুদ্দুসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রভাষক রেজাউল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আলাউদ্দিন আহমেদ রিপন, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন  আহমেদ জুয়েল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,  ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি মাইনুদ্দিন চিশতি, মাসুদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি লিটন, শ্রমিক লীগের নেতা মালু মিয়াসহ সিদলাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মীরা।