ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি ও আলোচনা সভা
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
উক্ত সভায় সভাপত্বিত করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, কোমাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান, বেলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা আক্তার বিউটি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম  মজুমদার ও কনেশতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে উপজেলার সকল স্কুল কলেজ ও মাদরাসায় ১০টি করে এলইডি বাতি বিতরণ করা হয়।