এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নিয়োগ নয়
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM
একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নিয়োগ না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশপাশি কমিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করারও সুপারিশ করেছে। রবিবার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কমিটির সদস্য মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত বৈঠকে অংশ নেন।
বৈঠকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের নিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে একমিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।