বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
"আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো" এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় নির্বাহী অফিসার মোসাম্মাৎ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহাবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারোয়ার, উপজেলা তথ্য আপা সহকারী কর্মকর্তা সুমী আক্তার।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ইসলাম হোসেন নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার, প্রশিক্ষক হালিমা আক্তার, প্রশিক্ষক এম জসিম উদ্দিন, জাহানারা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ।