ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবৃত্তি জোট কুমিল্লার যাত্রা শুরু
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
কুমিল্লায় আবৃত্তিশিল্পীদের মুখপাত্র হিসেবে যাত্রা শুরু করেছে- আবৃত্তি জোট, কুমিল্লা। ব্যক্তিগত, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক চর্চায় নিষ্ঠ এমন শিল্পীদের নিয়ে এই গতকাল কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে সম্মিলনের মাধ্যমে এই জোটের যাত্রা শুরু করে। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহারকে জোটের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকার সম্মতি প্রকাশ করেছে বলে জানিয়েছেন জোট সংশ্লিষ্টরা। আবৃত্তিশিল্পী বদরুল হুদা জেনু কে সভাপতি ও আবু নাছের মানিককে সাধারণ সম্পাদক করে ইতিমধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
আবৃত্তি জোট, কুমিল্লা’র সাধারণ সম্পাদক আবু নাছের মানিক জানান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠশিল্প বাংলা, কণ্ঠসাধন,  আবৃত্তি পর্ষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা, চিরতরুণ পর্ষদ, স্বরধ্বনি আবৃত্তি কুঞ্জ, শব্দ-কণ্ঠ চর্চা কেন্দ্র, “অ” আবৃত্তি চর্চাশালা, বাচিক শিল্প চর্চাকেন্দ্র, প্রাচী পরিষদ নিয়ে এই জোট গঠন করা হয়েছে।
জোটের সভাপতি হিসেবে আছেন বদরুল হুদা জেনু, সভাপতি মন্ডলীর সদস্যরা হলেন আরশাদ সিদ্দিকী, মাসুদা তোফা, এনায়েত উল্লাহ্ ভূইয়া, উত্তম বহ্নি সেন, সাব্বির আহমেদ খান, মৌসুমী রায় চৌধুরী, শামীমা সীমা। সাধারণ সম্পাদক: আবু নাছের মানিক , যুগ্ম সাধারণ সম্পাদক: মাহতাব সোহেল, সাংগঠনিক সম্পাদক: সারওয়ার নাঈম, অনুষ্ঠান সম্পাদক: ফাতিমা তানিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাসেল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক: কামরুল হাসান শাওন, অর্থ সম্পাদক: রুমানা রুমি, দপ্তর সম্পাদক: দীপ্তরাজ দত্ত, প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইসমাইল মোহাম্মদ আলী, তথ্য ও গবেষণা: আজিজুর রহমান রনি, আপ্যায়ণ ও ব্যবস্থাপনা সম্পাদক: ফাহিমা তাবাসসুম। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন :মোহাম্মদ সোহেল কবীর, মালবিকা দে, জোনাকী মজুমদার, এবিএম জুবায়ের, মুক্তি রাণী সাহা ঈশিতা, শ্রাবণী আক্তার, আবরার আহমেদ, বিমল চন্দ্র দাস, তানভীর হোসেন মোজাম্মেল, তানভীর আহমেদ, মোঃ সোলাইমান, আনজুমান আরা (ফারিহা)।
এছাড়াও জোটের উপদেষ্টা কমিটি প্রক্রিয়াধীন।